পাবনায় ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম শীর্ষক প্রশিক্ষণ

0 ১৮৯
পাবনা প্রতিনিধি: পাবনায়  ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম শীর্ষক প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ চলছে।
গত ২৯ মার্চ থেকে পাবনার গোপাল চন্দ্র ইনস্টিটিউশনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে এবং শেষ হবে ৯ এপ্রিলে।
প্রশিক্ষণে পাবনা জেলার সকল উপজেলার প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করছেন। ৩টি ব্যাচে ৫২৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকটা ব্যাচের সময়কাল চার দিন করে।
পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী সার্বিকভাবে প্রশিক্ষণ দেখভাল করছেন।
Dissemination of New Curriculum এর ২য় পর্যায়ের ব্যাচের প্রথম দিন ২ এপ্রিলে প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রম ভেন্যু পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব জনাব সামসুর রহমান খান। এ সময়ে পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী সাথে ছিলেন।
প্রশিক্ষণার্থী পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জানান, প্রশিক্ষণটি অত্যন্ত প্রাণবন্ত হচ্ছে এবং সরকারের দেওয়া নতুন কারিকুলাম মাঠ পর্যায়ে সুন্দরভাবে বাস্তবায়ন করার সম্ভব হবে।
পাবনা টিটি কলেজের অধ্যাপক মোঃ মিজানুর রহমান এবং আটঘরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল সহ দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষকগণ বেশ আন্তরিকতার সাথে প্রশিক্ষণের কাজ সমাপ্ত করছেন।

Leave A Reply

Your email address will not be published.