পাবনায় দুই ট্রাকের মুখোমুঘি সংঘর্ষে নিহত ১ আহত ২

0 ১৩৫
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার বাবু ঘটনাস্থলেই নিহত হয়েছে । বৃহস্পতিবার(২৫মে) ভোর রাত সাড়ে ৪টার  দিকে  উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের মাধপুর হাইওয়ে থানার সামনে এই  দুর্ঘটনাটি ঘটেছে।নিহত বাবু নাটোর বড়াইগ্রাম এলাকার কাশেমের ছেলে।
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে পাবনাগামী রড বোঝাই ট্রাকের সাথে পাবনা থেকে কাশিনাথপুরগামী ভুসি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই রড বোঝাই ট্রাকের হেলপার বাবু  (৪৫) নিহত হন। অপর ট্রাকের চালক আ: লতিফ ও হেলপার তুহিন আহত হয়েছে। পাবনা ফায়ার সার্ভিসের সহযোগীতায় রাস্তা থেকে ট্রাক অপসারন করা হয়েছে। নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর ও থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.