পাবনায় দুই দিন ব্যাপী এসইপি সুপণ্য মেলার উদ্বোধন

0 ১৫২
পাবনা প্রতিনিধি : সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত আখের গুড় ও ওসাকার তৈরি বস্ত্রপণ্যের দুইদিন ব্যাপী এসইপি সুপণ্য মেলা শুরু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলার উদ্বোধন করেন ওসাকার নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দীন প্রধান।
পিসিডির পরিচালক রবিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম, এক্সপ্রেশন এনরুটের ম্যানেজার জিনাত জাহান তোয়া প্রমুখ।
বক্তারা বলেন, “আমাদের আসল গুড় নকল ও ক্যামিকেলযুক্ত গুড়ের আধিপত্যে দিন দিন হারিয়ে যাচ্ছে। কিন্তু এসইপির উদ্যোগে অর্গানিক উর্পায়ে আবারও আসল গুড়ের স্বাদ পাওয়া সম্ভব।
আমরা সেই কাজটি করছি। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ বান্ধব ও নিরাপদ গুড় বাজারে পাওয়া যাবে। আর ওসাকা বস্ত্রশিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে। নারীরা পোশাক তৈরি করে নিজেরাই যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি হস্তশিল্পকে প্রসারিত করছেন”।
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এবং অর্গানাইজেশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট ও কালচারাল এক্টিভিটিসের (ওসাকা) যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা করছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এক্সপ্রেশন এনরুট।
বৃহস্পতিবার মেলা শেষ হবে। এই মেলায় ১৮টি স্টল রয়েছে।  পরে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।
এ সময় ওসাকার সহকারী পরিচালক মো. ওয়ারেছ বিশ্বাস শিপু, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মো. আরমান আলী, এডমিন মো. শামসুজ্জামান পিন্টু, পিসিডির খানজাহান আলী আকাশ।

Leave A Reply

Your email address will not be published.