পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ট্রাক মারা গেলো মুক্তিযোদ্ধা 

0 ১০৫
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে থাকা আকসেদ মন্ডল (৮৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
রোববার (৩ মার্চ) সাঁথিয়া উপজেলার বড় পাথাইল হাট নামক স্থানে এ ঘটনা ঘটে। আকসেদ মন্ডল সাঁথিয়া উপজেলার বড় পাথাইল হাট গ্রামের মৃত নশের আলীর ছেলে।
আহতরা হলেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইল হাট গ্রামের জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের শাহিদা খাতুন (৩৭), নুর ইসলাম মন্ডল (৬০), রতন মোল্লা (৩০)। এদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলেই একজন মারা যান এবং চারজন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.