পাবনায় পত্রিকা বিক্রতা আমিরুল সড়ক দুর্ঘটনায় নিহত

0 ১৯৫
পাবনা  প্রতিনিধি: পাবনায় পত্রিকা বিক্রেতা আমিরুল ইসলাম(৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার(৬ জুন) সকালে পাবনা-টেবুনিয়া সড়কের গাছপাড়া নামক স্থানে সজোড়ে সিএনজি ধাক্কায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হামিদা খাতুন।
নিহত আমিরুল ইসলাম সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দপুর গ্রামে সালাফউদ্দিনের ছেলে। পেশায় তিনি পত্রিকা ও চা বিক্রি করতেন।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, এদিন সকালে পত্রিকা নিয়ে গাছপাড়া বাজারে পত্রিকা বিক্রি করে রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা দ্রুত গামী একটি সবুজ  সিএনজি সজোড়ে ধাক্কা দিলে আমিরুল মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.