পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে পদ্মা নদীর চর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়রা বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার নিশ্চিন্তপুরে পদ্মা নদীর চরে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, স্থানীয়দের কাছ খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৭০ বছর হবে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।