পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় পুকুর সংস্কার করার সময় একটি পুরাতন বিঞ্চুমূর্তি পাওয়া গেছে। মঙ্গলবার (২ মে) বিকালের উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড় এলাকায় আমির হামজা নামক এক ব্যক্তির বৃন্দাবন নামক পুকুরে এই মূর্তি পাওয়া যায়।
স্থানীয় মাটি কাটার শ্রমিক ওই পুকুর সংস্কার করতে গিয়ে প্রথমে তারা মুর্তিটি দেখতে পান । পরে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মুর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে নেন। বর্তমানে মূর্তিটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
জানা যায়, বেশ কিছু দিন ধরে আমির হামজা নামে এক ব্যক্তি খানমরিচ ইউনিয়নের লতিফ মোড় এলাকায় বৃন্দাবন নামের একটি পুকুর সংস্কারের কাজ করছিলেন। খনন করার এক পর্যায়ে মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে পুকুরের গভীরে দেখতে পান শ্রমিকরা এই মুহূর্তটির। কালো পাথরের নির্মিত মূর্তিটির উচ্চতা প্রায় ২ ফুট ৪ ইঞ্চি, প্রস্থ্য ১১ ইঞ্চি। ওজন ১৮ কেজি ৯০০ গ্রাম । তবে মূর্তিটি কিসের তৈরি কষ্টি পাথর কি না সেটা কেউ বলতে পারেনি।
পুকুরের মালিক বলেন, মূর্তিটি দেখতে পেয়ে শ্রমিকরা তাকে খবর দেন । তাৎক্ষণিক বিষয়টি তিনি ভাঙ্গুড়া থানা পুলিশকে অবগত করেন। ভাঙ্গুড়া থানার এসআই জালাল উদ্দীন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ খবর পেয়ে ভাঙ্গুড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিঞ্চু মুর্তিটি এক নজর দেখার জন্য থানায় হাজির হয়।
এব্যপারে ভাঙ্গুড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মলয় কুমার দেব বলেন, এটি একটি বিঞ্চুর মুর্তি এতে কোনো সন্দেহ নেই। এটি হাজার বছরের পুরানো মুর্তি বলে তিনি অনুমান করেন।
ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, মূর্তিটি পাথরের তৈরি তবে কেমন ধরনের পাথর তৈরি সেটা জানা যায় নি। মূর্তি প্রাপ্তির বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করা হবে। মহামান্য আদালতের নির্দেশ পেলে প্রত্নতত্ত্ব বিভাগের নিকট মূর্তিটি হস্তান্তর করা হবে।