পাবনায় পুলিশের সহযোগিতায় পেঁয়াজ ব্যবসায়ীর ৮০ হাজার টাকা উদ্ধার আটক ১ 

0 ২১৬
পাবনা প্রতিনিধি  : পাবনায় পুলিশের সহযোগিতায় মলম পার্টির কাছ থেকে উদ্ধার হলো পেঁয়াজ ব্যবসায়ীর ৮০ হাজার টাকা। এসময় আন্ত:জেলা মলম পার্টির সদস্য ফারুক শেখ(৬৪) নামের একজন আটক করেছে পুলিশ।
আটককৃত ফারুক শেখ খুলনা জেলার হরিয়ানা থানার হোগলাডাংগা গ্রামের ফটিক শেখের ছেলে ও আন্তঃজেলা মলম পার্টির সক্রিয় সদস্য ।
শহর ও যানবাহনের পুলিশ পরিদর্শক ইখতেখার উদ্দিন জানান, দুপুর ১২ টার দিকে পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের লোটো শোরুমের সামনে পাবনা কলেজের গলির মাথায় মলম পার্টি এক ব্যবসায়ীর ব্যাগ কেটে ৮০ হাজার টাকা নিয়ে গেছে।
এমন সংবাদের ভিত্তিতে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিনহাজ উদ্দিন সেখানে যান এবং সন্দেহবশত: একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটককৃত ফারুক হোসেন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্য মতে পেঁয়াজ ব্যবসায়ী সোহাগ হোসেনের সমুদয় টাকা উদ্ধার করে তাকে বুঝিয়ে দেওয়া হয়।
পেঁয়াজ ব্যবসায়ী সোহাগ সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙা গ্রামের হিরাজ প্রামানিকের ছেলে।
খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে ব্যবসায়ী সোহাগ অত্যন্ত খুশি এবং পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান। এক প্রতিক্রিয়ায় তিনি আরো জানান, পুলিশ কর্মকর্তারা তাকে সহযোগিতা না করলে এতগুলো টাকা কখনোই ফেরত পেতেন না।
পরে আটককৃত মলম পার্টির সদস্য ফারুক হোসেনকে পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.