পাবনায় পেঁয়াজ খেত থেকে নছিমন চালকের মরদেহ উদ্ধার

0 ৬৮
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় আ: মমিন বাবু (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি সাইদুর রহমান জানান, গত রাত ১১টার দিকে মোবাইল ফোনে কল করে কেউ একজন বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে রাতে সে বাড়ি ফেরেনি।
সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত বাবুর বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামে। সে ওই গ্রামের হাজি মো: শহীদের সন্তান।
নিহতের পরিবারের দাবি, রাতে আব্দুল ওহাব ফকির নামের এক ব্যক্তি বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে পেঁয়াজ খেতে ফেলে রাখে বলে অভিযোগ স্বজনদের।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, কি কারণে, কিভাবে তার মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.