
মল্লিক পেপার মিলস সূত্রে জানা গেছে, রিক্ত প্রতিদিনের মতো কাগজ কলের রিয়ান্ডার মেশিনে কাজ করছিল। এ সময় মেশিনের বেল্টে মাথায় আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মল্লিক পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দিন মল্লিক নান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের পরিবারকে আমরা যথোপযুক্ত সহায়তা প্রদান করবো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।