
মৃত শ্রমিক পাশের ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার উত্তর কলকতি গ্রামের সিরাজুল ইসলামের নির্মাণাধীন বাড়ির বেচ ঢালাইয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় কাজ করতে গিয়ে ভাইব্রেটর মেশিনে বিদ্যুতায়িত হন নির্মাণ শ্রমিক বাচ্চু সরদার। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ওই শ্রমিকের স্বজনদের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।