পাবনা প্রতিনিধি: বিষধর সাপের কামড়ে পাবনার সাঁথিয়ায় ফজর আলী সড়দার (৫৫) নামে এক ব্যাক্তির করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের মৃত কাশেম আলী সরদারে ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে ফজর আলী তাঁর নিজের পেঁয়াজের জমিতে পানি দিতে যায় এ সময় গর্তের ভেতর থেকে গোখড়া সাপ তাকে কামড় দেয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এরপর স্বজনেরা তাকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কবিরাজ বাড়ি নিয়ে যায়। সেখানে কবিরাজ ঝাড়ফুক দেন এবং সন্ধ্যা সারে ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।