পাবনায় ভটভটি-নসিমন সংঘর্ষে নিহত ১

0 ১৬৮
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় ভটভটি ও নসিমনের সংঘর্ষে গোলাম হোসেন ( ৪৫) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিনজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নে মিজান সরদারের ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের আব্দুল গফুর মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম হোসেন ভটভটিতে বাঘা থেকে লক্ষীকুণ্ডা ইউনিয়নে কৃষি-কাজে যাচ্ছিলেন। পথে ইটবোঝাই একটি নসিমন ভটভটিটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম হোসেন নিহত ও অপর তিনজন আহত হন। তাৎক্ষণিক আহদের পরিচয় জানা যায়নি।
আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরে তার স্বজনরা অভিযোগ নেই জানালে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.