
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহণের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে।
এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিএন্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।
এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার দুজনকে বেড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।