
সোমবার(২৯ মে) দুপুরে আগুন লাগার সংবাদ পেয়ে পাবনা ও আটঘরিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
তবে এলাকাবাসী জানান, আগুন লাগার সময় মুক্তার হোসেনের বাড়িতে কেউ ছিলেন না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে নি:স্ব হয়ে গেছে মুক্তার হোসেনের পরিবার।