পাবনায় ৭ জুয়ারি গ্রেফতার

0 ১৫৬
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় সাত জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার নন্দনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তাইজাল মুন্সির ছেলে আবীর মুন্সী (২৬), হাটবাড়িয়া বোয়াইলমারী গ্রামের জব্বার খাঁর ছেলে রাসেল রানা (১৯), তাইজুল ইসলামের ছেলে শিহাব প্রামানিক (১৬), ইমান শিকদারের ছেলে হোসাইন শিকদার (২২), প্রদীপ মালাকারের ছেলে সঞ্জয় মালাকার (২২), রব্বান আলীর ছেলে রিয়াদ হাসান (১৯) এবং সানু খাঁর ছেলে শামীম হাসান (২৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় সাঁথিয়া থানার এসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার হাটবাড়িয়া বোয়াইলমারী উচ বিদ্যালয়ের পেছনে মাঠ থেকে তাদের জুয়া খেলার সময় গ্রেফতার  করেন। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ ৫ হাজার ৪৭০ টাকা জব্দ করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার (৫ মে)তাদের পাবনা আদালতে প্ররণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.