প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ
পাবনার চাটমোহরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মল্লিক চাঁন (৫৫)। তিনি পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা শহিদুল ইসলাম জানান, চাটমোহর থেকে হাঁস বিক্রি করে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন তার চাচা মল্লিকা চাঁন। পথিমধ্যে হান্ডিয়াল ইউনিয়নের বাগলবাড়ি এলাকায় পৌঁছালে মান্নান নগর থেকে ছেড়ে আসা চাটমোহরগামী এক পিকআপের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 বিডি সংবাদ ২৪ ডটকম. All rights reserved.