পাবনার সাঁথিয়ায় অগ্নিকান্ডে কৃষকের পুড়ে গেছে ৩ টি ঘর

২০২
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া গ্রামের মৃত জীবন প্রামানিকের ছেলে আমজাদ প্রামানিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে অগ্নিকান্ডে তার ৩ টি ঘর, ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে যায়।
জানা যায়, বাড়ির সর্টসার্কিটের কারণে হঠাৎ করে আমজাদ প্রামানিকের বাড়িতে আগুন লাগে। কিছু বুঝে উঠার আগেই বাড়ির তিনটি টিনসেট হাফ ওয়াল ঘর আগুনে ভস্মিভুত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আমজাদ প্রামানিক জানান, আগুনে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘরে থাকা সকল আসবাবপত্র, শিক্ষাসনদ, জমির দলিল, নগদ আড়াই লাখ টাকা, ফ্রিজ, ৫ ভরি স্বর্ণালংকার পুড়ে ছাই হয়েছে।
আমাদের এখন মাথা গুজার ঠাঁই নাই। এদিকে সংবাদ পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। তবে তাদের আসার পূবের্ই কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়েছি। স্থানীয় চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। আমরা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার চেষ্টা করছি।

Comments are closed.