পাবনা প্রতিনিধি : পাবনায় ঐতিহাসিক জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাজানগর দরবার শরীফ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। রবিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে নূর মুহাম্মদ আজাদ খান চিশতী নেতৃত্বে পাবনার খাজানগর থেকে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর পদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে বক্তরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)-এর জন্ম ওয়াফাত দিবস উপলক্ষে দেশবাসীকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করার আহ্বান জানান।
বক্তরা বলেন, আখিরি নবী হযরত মুহম্মদ (সা.) বিশ্ব মানবতার শান্তির দূত ছিলেন। তিনি ছিলেন আল্লাহ পাক প্রেরিত মুসলিম জাহানের সর্বশেষ রাসূল (সা.)।
শোভাযাত্রাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুহা. হাবিবুর রহমান ওয়েসি, মাওলানা মুহা. ইব্রাহীম খলিল, মাওলানা সায়াদ উদ্দিন শাহিন প্রমূখ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post