আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনায় ১টি দেশীয় রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
রোববার (২৮ আগস্ট) দুপুরে পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনার উত্তর মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ী ইসলামপুর এলাকার মৃত মুসা বিশ্বাসের ছেলে মোঃ খোকন বিশ্বাস (৩৫) ও নাজিরপুর (কর্মকার পাড়া) এলাকার মৃত রমজান খাঁর ছেলে মোঃ আমজাদ খাঁ (৫৫) কে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ১টি দেশীয় রিভলবার উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগসাজসে গোপন স্থানে দেশীয় প্রযুক্তির মাধ্যমে অবৈধ অস্ত্র দেশীয় রিভলবার তৈরী করে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নিকট বিক্রয় করে আসছিল।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments are closed.