পাবনায় ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৩০

স্টাফ রিপোর্টার : ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা   বৃহস্পতিবার সকালে পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-র উদ্যোগে আয়োজিত সভায় পাবনার স্থানীয় সরকার
বিভাগের উপপরিচালক মোঃ মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

সভায় প্রধান অতিথি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় বিরাট অবদান রাখে। সুশাসন প্রতিষ্ঠার জন্যই গণমাধ্যম সৃষ্টি হয়েছে। ক্ষেত্রবিশেষে জনগণের শেষ আশ্রয়স্থল হল গণমাধ্যম।

মোখলেছুর রহমান বলেন, গণমাধ্যম একটি সমাজের দর্পণস্বরূপ। দর্পণ যত স্বচ্ছ হয় তত ভাল ছবি দেখা, ঠিক তেমনিভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কোনো বিষয়ের প্রকৃত অবস্থা ফুটে ওঠে। অনাকাক্সিক্ষত কোনো গুজব তৈরি হয় না, ফলে সমাজে কোনো বিভ্রান্তির সুযোগ থাকে না। সমাজে শান্তি বজায় থাকে।

তিনি বলেন, সুশাসন এখন সারা পৃথিবীতে কাক্সিক্ষত শব্দ। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হলেও চলার পথে নানা বাধা পেরিয়ে আজকের এ অবস্থানে এসেছে। সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। সেই দৃঢ়তায় সরকার সেবা প্রদান প্রতিশ্রুতি, এনআইএস, জিআরএস, তথ্য অধিকার এবং এপিএ- এই ৫টি টুলস্ধসঢ়; নিয়ে কাজ করছে।

উপপরিচালক বলেন, সুশাসন নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত কার্যকরী। এগুলোর মাধ্যমে একদিকে জবাবদিহিতা নিশ্চিত হয়, অপরদিকে ফলাফল নির্ভর কাজ সম্ভব হয়। সমাজে প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এসময় গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

এর আগে সভার শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দের পরিচয় পর্ব শেষে তথ্য ক্যাডারের সাবেক পরিচালক ফারুক মোঃ আব্দুল মুনিম এর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ্ধসঢ়;’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. নরেশ মধু।

আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম, আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীগণসহ, জাতীয় ও
স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Comments are closed.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com