পাবনা প্রতিনিধ: পাবনা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের শয্যা বৃদ্ধি ও আধুনিকায়ন করা হয়েছে। সোমবার (১৮ডিসেম্বর) বিকেলে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান হাসপাতালের কর্মরত ডাক্তারবৃন্দদের নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন।
হৃদরোগ বিভাগে প্রথম পর্যায় ৮শয্যা দিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হতো ১২শয্যা বৃদ্ধি করণ সহ মোট ২০শয্যা আধুনিকায়ন করা হলো। এতে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি পারে। প্রতিবছর এই বিভাগ থেকে ১০ হাজার রোগী সেবা পায় এই বছর থেকে আরো বেশি রোগী সেবা পারে ।
এসময় উপস্থিত ছিলেন কনসালট কার্ডিয়লজি ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার কবির, ডাক্তার অক্সাদ আল মাসুর আনন, ডাক্তার আমিনুর রশিদ আকন্দ, ডাক্তার সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী, ডাক্তার সানোয়ার নেওয়াজ খান, আরএমও ডাঃ জাহিদুল ইসলাম সহ চিকিৎসক এবং নার্সিং কর্মকর্তা বৃন্দ ।
উদ্ধোধন শেষে রোগীদের ফুলের শুভেচ্ছা বিনিময় ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়।