পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শ্রমিক লীগ’র প্রস্তুতিসভা অনুষ্ঠিত

১৭১

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সম্মেলন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার অর্থ সম্পাদক জীবন কুমার সরকারের অকাল প্রয়াণে শোক প্রস্তাব, দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সম্মেলন প্রস্তুতি সভায় পাবনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার সাহার পরিচালনায় বক্তব্য দেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, সহ-প্রচার সম্পাদক বিপ্লব চৌধুরী, কার্যকরী সদস্য আবুল হোসেন, পাবনা জেলা মাইক্রোবাস শ্রমিক লীগের সভাপতি আ. মতিন, পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম, আটঘরিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মালিগাছা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফারুক হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রইচ উদ্দিন প্রমূখ।

এসময় জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়ন এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৯ ফেব্রুয়ারী পাবনা পুলিশ লাইন মাঠে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে পাবনা জেলা শ্রমিক লীগের সকল সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীকে নির্দেশনা দেয়া হয়।

 

Comments are closed.