
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ফলক উন্মোচন ও ফিতা কেটে এ কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন কালে তিনি বলেন, কারিগরি শিক্ষাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বরং এটিই এখন অধিক গুরুত্ববহন করছে। দেশকে এগিয়ে নিতে দক্ষ জনবলের প্রয়োজন। কারিগরি শিক্ষা সেটিই করছে। তাই সরকার এই শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেখছে। এ গুরুত্বের জায়গা থেকেই এসংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর নানামুখী উন্নয়ন করছে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মন্ডল, পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সালমান ফারসী, জেলা আ.লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, উপদেষ্টা এনামুল হক টগর,
উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, পৌর ১০ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হোসেন, মালঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ বাবু, ১০নং ওয়ার্ড কমিশনার রাজীব, এডওয়ার্ড কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সন্তোষ কুমার হাওলাদার,
এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম.এ সজিব, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুর রহমান রিংকু, এডওয়ার্ড সাবেক সাংগঠনিক জুবায়ের বিশ্বাস অন্তু, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম রিসাদ ও সাধারণ সম্পাদক শাকিল মিয়া শান্ত সহ প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।