পাবনা-৩ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নারীদের মিছিল

0 ১১৯
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদের পক্ষে নারীরা বিশাল নার্বাচনী মিছিল সমাবেশ করেছেন।
রোববার (২৪ ডিসেম্বর) চাটমোহর নতুনবাজার খেয়াঘাট এলাকায় প্রার্থীর নিজের বাড়ি এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এ তথ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বড় আকারেরই, ৫-৬ শতাধিক নারী থাকতে পারেন। এতে অংশ নেওয়া নারীদের বেশিরভাগই গৃহবধূ। তারা আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতীকে স্লোগান দেন। পাশাপাশি প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল হামিদ মাস্টার। পাবনা জেলা আওয়ামী লীগের এ নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে পাননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য মো. মকবুল হোসেন। সাধারণ মানুষ বলছেন, মো. মকবুল হোসেন ও মো. আব্দুল হামিদ মাস্টার- এ দু’জনই এবারের নির্বাচনে এ আসনের হেভিওয়েট প্রার্থী।

Leave A Reply

Your email address will not be published.