পাবনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন প্রয়াত ভূমিমন্ত্রী পুত্র গালিব

0 ১২৩
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র গালিব। পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব পাবনার-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নৌকার মনোনয়ন পাওয়ায় এ আসনের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করা হয়েছে।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেএমডি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদারের নেতৃত্বে রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একদন্ত ক্লাব থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার জানান, ভূমিমন্ত্রীর ছেলে গালিবুর রহমান শরীফ গালিবকে নৌকার মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এই আসন থেকে গালিবকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.