আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সবুর খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, ছড়া, বিভিন্ন লেখা শেখ রাসেল দেয়ালিকায় প্রতিস্থাপন করে তা সংশ্লিষ্ট ই মেইলে প্রেরণ করা হয়।