পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ

0 ৮৫

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের মাঠে দিনভর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী। অনুষ্ঠান উদ্বোধন করেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান।
দিনভর ৪০টি ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পড়ন্ত বিকেলে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সাবেক শিক্ষক মোঃ সোলাইমান হোসেন,  মনিরুজ্জামান খান, সদস্য মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.