পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

0 ১৪৯
সোভিয়েত আমলের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা এন-৬০২ রাশিয়ার একটি প্রদশর্নী কেন্দ্রে রাখা হয়েছে। সেটি দেখতে প্রদশর্নী কেন্দ্রে ভিড় করছে দশণার্থীরা। ছবি : এএফপি

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই পরীক্ষা সফল হয়েছে দাবি করে আজ রোববার (৫ নভেম্বর) মস্কো জানায়, সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি  কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) থেকে সরে এসেছে রাশিয়া। এর ফলে, পরমাণু অস্ত্র পরীক্ষায় তাদের আর কোনো বাধা নেই। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর ‘বুলাভা’ নামের ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষাটি এক বছরের মধ্যে রাশিয়ার প্রথম পরীক্ষা।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন ‘ক্রুজার ইমপেরোর আলেকজেন্ডার থ্রি’ থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বুলাভা ছোড়া হয়। উত্তর-পশ্চিম উপকূলের শ্বেত সাগরের একটি অজ্ঞাত স্থান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে পূর্ব কামচাটকা উপদ্বীপের দিকে পানির তলদেশ দিয়ে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।’

নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যবস্তুর এলাকায় ক্ষেপণাস্ত্রটি পৌঁছায় বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এএফপি জানিয়েছে, ১২ মিটার বা ৩৬ ফুট লম্বা বুলাভা ক্ষেপণাস্ত্রটি আট হাজার কিলোমিটার (পাঁচ হাজার মাইল) দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া, যা এখনও চলমান। পশ্চিমাদের দাবি, এই যুদ্ধের পর থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে মস্কো।

Leave A Reply

Your email address will not be published.