পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী ও লিভার জনিত ৬ রোগাক্রান্তের চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এসময় অসুস্থ্য ৬ রোগীর হাতে ৫০হাজার টাকার বিপরীতে চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। অনুদান প্রাপ্তরা হলেন পার্বতীপুর পৌরসভার দৌলতপুর মহল্লার মনোয়ারা বেগম, খয়েরপুকুর হাটের উত্তর বিঞ্চুপুর ডাংগাপাড়া গ্রামের আরজিনা বানু, দলাইকোটার চমক চন্দ্র, তেরআনিয়া গ্রামের হেমন্ত কুমার সরকার, বড়পুকুরিয়া এলাকার জবরপুর গ্রামের সাগর মাহমুদ এবং মধ্যপাড়া এলাকার নারগিজ বেগম। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.