পিএসজির সহজ জয়
স্পোর্টস ডেস্ক: মাউরো ইকার্দি ও আনহেল দি মারিয়ার গোলে লিলের বিপক্ষে সহজ জয় পেয়েছে পিএসজি।
নিজেদের মাঠে শুক্রবার লিগ ওয়ানের ম্যাচে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।
ম্যাচের ১৭তম মিনিটে ইকার্দির গোলে এগিয়ে যায় প্যারিসের দলটি। সতীর্থের বাড়ানো বল গোলমুখে পেয়ে অনায়াসে জালে পাঠান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান সংখ্যক ম্যাচে লিলের পয়েন্ট ১৯।