শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী ও রংপুর অঞ্চলের সকল কর্মকান্ড কোম্পানীতে হস্তান্তরের প্রতিবাদে জাতীয় শোক দিবস উপলক্ষে বিরতীর পর বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্ত ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে আবারও গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া শেরপুরে বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের মেইন গেটে সভা ও বিক্ষোভ মিছিল করেছে সংশ্লিস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
সভায় বক্তব্য রাখেন শেরপুরে বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবীর, সহকারী প্রকৌশলী সুরঞ্জন সাহা, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ, আমেনা খাতুন, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি আবুল হাশেম, আব্দুল আনিস, আব্দুল খালেক, ফজলুল হক প্রমুখ। সভা শেষে বিক্ষুদ্ধ কর্মকর্তা/ কর্মচারীরা মিছিল নিয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ করেন। এর আগে গত বুধবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলার পিডিবি’র আওতাধীন এলাকায় জনগনের মাঝে গণ সংযোগ করেন। তবে বক্তারা পিডিবি কে কোম্পানীকরণ বাতিল না করলে আগামীতে বৃহত্তর কর্মসুচী ঘোষণা করবেন বলে জানান।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.