পুঁজিবাদীরাই বঙ্গবন্ধুকে দেশের অর্থনৈতিক মুক্তিনিশ্চিত করতে দেয়নি

0 ৩৪১
পাবনা  প্রতিনিধি: পুঁজিবাদী ষড়যন্ত্রবাজরাই জাতির পিতাকে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে দেয়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সমাজ ব্যবস্থা ধার করে চলে না। দেশের মানুষ যা চাইবে তাই হবে সমাজব্যবস্থা।
মঙ্গলবার (১৬ মে) পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চার দিনের সফরের আজ দ্বিতীয় দিন বিকেলে পাবনার নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি।
পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফরের আজ দ্বিতীয় দিনে একটি বেসরকারি কোম্পানির সায়েন্স অ্যান্ড লাইফ প্লান্ট উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। পাবনা প্রেসক্লাবে দেশের ২২তম রাষ্ট্রপতিকে নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক সহকর্মী বন্ধুরা।
এ সময় রাষ্ট্রপতি শৈশবের বন্ধু ও সহকর্মীদের সঙ্গে স্মৃতিচারণ করেন। তুলে ধরেন নিজের সাংবাদিকতা পেশায় আসার ইতিহাস। নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন তিনি। দেশের মানুষের চাহিদার ভিত্তিতে সমাজ গড়ার কথাও বলেন রাষ্ট্রপতি।

Leave A Reply

Your email address will not be published.