পুঠিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0 ৩০০

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার ভড়ুয়াপাড়া এলাকার ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বেলপুকুর থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বেলপুকুরিয়ায় ইউনিয়নের ভড়ুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানান, শুক্রবার রাতে রাজশাহী-ঈশ্বরদী রেলপথের ভড়ুয়াপাড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে লাশটি পড়ে ছিলো। হাত ও দুই পা ভাঙ্গা এবং মাথায় জখম পাওয়া এক যুবকের লাশ দেখেতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে লুঙ্গি ও গায়ে শার্ট এবং মুখে দাড়ি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে পড়ে ওই যুবকের পা ও হাত কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।

Leave A Reply

Your email address will not be published.