পুঠিয়ায় আইন মন্ত্রণালয়ের সহকারী সচিবের বিরুদ্ধে মানববন্ধন

0 ৩০৯

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ঘুষ বাণিজ্য, দূনীতি, জুলুমবাজ অবৈধ ভূমি দখল অর্থ আত্নসাৎকারী, বিভিন্ন অপকর্মের হোতা আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে  দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সাধারণ মানুষের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়েজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলার বারইপাড়া এলাকার লোকজন এ মানববন্ধন করেন। এতে নেতৃত্ব দেন বারইপাড়া গ্রাম্য মাতব্বর আব্দুর রশিদ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পুঠিয়া ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফ খান ঝন্টু, সাবেক যূগ্নসম্পদক জেলা ছাত্রলীগ মোঃ এবিএম শাখাওয়াত হোসেন বাসার সহ বারইপাড়া এলাকাবাসী। এই মানববন্ধনে প্রায় ৩ থেকে ৪ শত জন লোক উপস্থিত ছিলেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.