পুঠিয়ায় ইঞ্জিনচালিত নসিমন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ 

0 ৩৭২
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মহাসড়কে চলাচলকারি অবৈধ ইঞ্জিনচালিত যানবাহন নসিমন ও মাইক্রোবাসের সংঘর্ষে গরু ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৪৫) নিহত এবং ৮ জন আহতের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম নাটোর সদর উপজেলার হালসা গ্রামের মাজদার আলীর ছেলে। পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, সকালে নসিমনে গরু নিয়ে ওই ব্যবসায়ীরা রাজশাহী সিটির হাটে যাচ্ছিলেন।
অপরদিকে একটি মাইক্রোবাস রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে তারাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম নামে এক গরু ব্যবসায়ী মারা যান। এবং নসিমনে থাকা চালকসহ আটজন গুরুতর আহত হয়েছেন। নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.