পুঠিয়ায় এক রোগীর মৃত্যু

0 ২০১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মাজেদা (২৩) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। মাজেদা তিন সন্তানের জননী বলে জানা গেছে।

মাজেদার ভাই ইউনুস আলী জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের গাইনপাড়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী পেটের ব্যাথা নিয়ে গত এপ্রিল মাসের ১৯ তারিখ বুধবার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সে সময় কর্তব্যরত চিৎকিসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে এ্যাপেনডিসাইড অপারেশনের পরামর্শ দেন।

পরের দিন বৃহস্পতিবার স্থানীয় নিরাময় ক্লিনিকে ভর্তি হয়ে অপারেশন করিয়ে নেওয়া হয়। ২৪ তারিখে যথারিতি রিলিজ নিয়ে বাড়ি চলে যায়। এরপর পেটের ব্যথা বেশি হলে তাকে পুনরায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কর্তব্যরত চিৎকিসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বুধবার রাতে অপারেশনের পর ডাক্তার জানায় তার পেটের লাড়ি পোঁচে গেছে। আর এ্যাপেনডিসাইডের অপারেশন যেখানে করা হয়েছিলো সে স্থান ভালো আছে। তাই আমাদের কোন অভিযোগ নেই। মঙ্গলবার (০৯ মে) বেলা ১১ টার দিকে মাজেদার পিতা আজমলের বাড়ির ডাঙ্গাপাড়া এলাকায় জানাযা এবং দাফন সর্র্র্ম্পূন্ন করা হয়েছে।

ডাঃ মোঃ শাহাদত হোসেন জানান, সেই রোগী প্রথমে পুঠিয়া হাসপাতলে ভর্তি হয়। তারপর আমাদের ক্লিনিকে ভর্তি হলে আমরা এ্যাপেনডিসাইডের অপারেশন করি। এবং সে সময় রোগী ভালো ছিলো।

এ ব্যাপারে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, রোগীর পরিবারের যদি কোন অভিযোগ থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি তাই বিষয়টি জানা নেই।

Leave A Reply

Your email address will not be published.