পুঠিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
পুঠিয়া প্রতিনিধিঃ ‘দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন। আর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা এর বাস্তবায়ন করে।
প্রথমে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পুঠিয়া পরেশ নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে মহড়ার অনুষ্ঠিত হয়। বিডিএন।
অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাউল আলম সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন, পুঠিয়া বিএমডি এর সহকারী প্রকৌশলী মোঃ হানিফ সিকাদার, ইউ ডি এফ, ইউ জি ডি পি এর মোঃ শাহিন নেওয়াজ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।