পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
এ এস সুমন, স্টফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে পুঠিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবসটি উপলক্ষে প্রথমে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর ফিরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পৌর মেয়র মোঃ আল মামুন, সাবেক পৌর মেয়র আসাদুজ্জামান আসাদ, বিএনপির নেতা আলম আলী, আবু বকর সিদ্দিক, আবু হায়াত, বজলুর রশিদ, হুমায়ন আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, হাসেম আলী, জিউপাড়া ইউনিয়ন বিএনপির নেতা জয়নাল আবেদিন, পুঠিয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, যুগ্ন আহবায়ক দ্বীপ, সদস্য মাসুদ রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।