পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় নিয়মিত ও বিভিন্ন ওয়ারেন্ট ভূক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মোঃ মিন্টু (৩৫), মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ সোহেল রানা (৩৫), মোঃ সোহারাব প্রকাশ ঝড়– (৬০), মোঃ জাহাঙ্গীর, আবান আলী (৫০), মোঃ মাসুদুর রহমান মাসুদ এবং মোঃ রাকিবুল ইসলাম রকি (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।