পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় প্রাকৃতিক দূর্যোগ শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের। বুধবার বিকালে ঘুর্নিঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার জিউপাড়া ও ভালুকগাছি ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে।
এতে বাড়ি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীরা জানায়। উপজেলার জিউপাড়া ও ভালুকগাছী ইউনিয়নের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভালুগাছী, ধোপাপাড়া, ধোকড়াকুল,তেলিপাড়া, নওপাড়া, জিউপাড়াসহ বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই এলাকায় সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে, কলা গাছ, ভুট্টা, আম ও পানের বরজসহ বিভিন্ন ধরনের সবজি। প্রচন্ড ঝড়ে অনেক স্থানে টিনের চালা উড়ে গিয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, পুঠিয়ায় দুইটি ইউনিয়নে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভালুকগাছী ও জিউপাড়ায় এখানে আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা এলাকায় ক্ষয়ক্ষতি নির্ধারনের কাজ করেছে।
ক্ষয়ক্ষতি হয়েছে বলতে দূর্যোগে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪শ ৮১ হেক্টর জমি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৩৭ হেক্টর জমিতে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে কলা গাছ, ভুট্টা গাছ ও ভুট্টার মূচা ভেঙ্গে গেছে এবং প্রায় ৩০শতাংশ আম ঝড়ে গেছে। এর মধ্যে কিছু কলা গাছ এবং ভুট্টা গাছ রিকভারি হবে বলে আমরা আশা করছি।