পুঠিয়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে আটোরিক্স চালকের মৃত্যু
পুঠিয়া (রাজশাহী) প্রধিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার বালিয়াঘাটিতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে বাবর আলী (৪০) নামের এক আটো রিক্স চার্জার চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামে মৃত আবুল হোসেনের ছেলের একটি অটো রিক্স চার্জার আছে। তিনি নিজ বাড়ির বারান্দায় প্রতিদিন রিক্স চার্জে দেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতেও রিক্স চার্জে দেন। মঙ্গলবার সকালে রিক্স থেকে বিদ্যুতের লাইন বন্ধ করে খুলতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। আর লাশ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।