পুঠিয়ায় বিবাহের ১ সপ্তাহ পর গৃহবধুর রহস্য জনক মৃত্যু

0 ১৫০

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় বিবাহের ১ সপ্তাহ পর সোমা (২৫) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমার ৩য় স্বামী সিপনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নের কুটি বারইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে সুমার মা পিনজিরা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি আত্নহত্যা প্ররোচনা মামালা দায়ের করেন।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের মৃত মোহন এর মেয়ে সোমার রহস্য জনক মৃত্যু হয়েছে। সুমার ঘরের তীরের সাথে ওড়না দিয়ে পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, সোমা গলা টিপে মারার মত গলায় দাগ রয়েছে।
তসলিম, রুস্তম সহ এলাকাবাসী জানায়, সোমার ১ম বিয়ে হয় কান্দ্রা গ্রামের রনির সাথে। তার সাথে ছাড়া আড়া হলে রাজশাহী জেলার বাঘা উপজেলার তেতুলিয়া গ্রামের আনসার আলীর ছেলে রাশেলের সাথে ২য় বার বিয়ে হয়। তাদের বাড়ি ঘর না থাকায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কুটি বারইপাড়ায় সরকারী আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ না পেলেও সরকারী জায়গায় টিনের ঘর করে বসবাস করতো। ২য় পক্ষের দুইটি শিশু সন্তান রয়েছে। এর মধ্যে একই এলাকার আনছার আলীর ছেলে রাজ মিস্ত্রি সিপনের সাথে সর্ম্পক গড়ে উঠে। সিপনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এই সর্ম্পকের কথা জানতে পেরে সিপনের বাবা এবং মা প্রায় দেড় মাস পূর্বে সুমার সাথে ঝগড়া বিবাদ এবং মারধরের ঘটনা ঘটে। তবে ৩য় বিয়ের বিষয়টি জানা জানি হলে প্রায় ১০ দিন পূর্বে তার ২ম স্বামী রাশেল এই বাড়ি থেকে চলে যায়। আজ ভোরে শুনতে পাই যে সুমার লাশ ঘরে তীরের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। খবর পেয়ে এলাকাবাসী গিয়ে ঘরের বাহির থেকে তালা দেওয়া থাকায় ঘরের টিন খুলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। থানা পুলিশকে খবর দেওয়া হলে সে লাশ ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আর তার বর্তমান স্বামী সিপন কে আটক করা হয়েছে। আর লাশ ময়নাতদন্তের শেষে তার পরিবারের নিকট হস্তান্তর কার হয়েছে। এ ব্যাপারে সুমার মা বাদী হয়ে আত্নহত্যা প্ররোচনা মামালা দায়ের করেছে।

Leave A Reply

Your email address will not be published.