পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর নেতৃত্বে গত রাতে অভিযান চালিয়ে পুরাতন মামলায় উপজেলার ভালুকগাছী খামারপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৪৫) ও মোঃ আমিনুল ইসলাম (৫০), এছাড়া ওয়়ারেন্ট মূলে নন্দনপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মিনারুল হোসেন, কান্দ্রা গ্রামের মোঃ নাজিম উদ্দিন, মোসাঃ শাহনাজ বেগম, মোসাঃ মুন্নি এবং কান্দ্রা খ্রিষ্টানপাড়া গ্রামের মাদক মামলায় শংকর বিশ্বাস (৫৫) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দের বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।