পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী পুঠিয়া উপজেলার ৫নং শিলমাড়িয়া ইউনিয়নপরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বেলা ১১টায় শিলমাড়িয়া ইউপি চত্ত্বরে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ বাজেট সভার আয়োজন করেন।
বাজেট সভায় ২০২৩-২৪ অর্থ বছরের সম্ভাব্য বাজেট মোট ১ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৪০৪ টাকা আয় ১ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ১৮১ টাকা ব্যায় ও ১ লাখ ৫৫ হাজার ২২৩ টাকা উদ্বৃত্ত দেখানো হয়।
অনুষ্ঠানে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মাদ আনাছ পিএএ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, পুঠিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ড. মোহাঃ সাইফুল ইসলাম সেলিম, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ শুকুর আলী সরদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রহিদুল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান সহ নব নির্বাচিত ওয়ার্ড সদস্য ও অন্যান্য নেত্রীবৃন্দ।