পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার সৈয়দপুরে সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক জরুরী আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে পুঠিয়া উপজেলা প্রেসক্লাবে আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিজয় ঘোষ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অজয় ঘোষ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য মিলন সরকার, সদস্য শফিকুল ইসলাম, এ এস সুমন নাজমুল ইসলাম ঠান্টু, আকাশ ঘোষ, প্রমুখ।
বক্তারা, সাংবাদিক সোহানুর রহমানের উপর নির্মম নির্যাতন করায় তিব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও সুষ্ট বিচারের দাবী জানান। আর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচীতে সকলকে অংশগ্রহনের জন্য আহ্বান জানান।
Prev Post
পুঠিয়ার সৈয়দপুরে ঈদ মাঠ সাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ আহত ৯
Next Post