পুঠিয়ায় সেভ লাইফ রক্তদান সংস্থার বৃক্ষরোপন কর্মসূচি পালিত

0 ১৩১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পরিবেশ বাঁচলে তবেই বাঁচবে সমাজ শ্লোগানে সেভ লাইফ রক্তদান সংস্থার বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলার তাহেরপুর রোডে এই কর্মসূচী পালন করেন সেভ লাইফ রক্তদান সংস্থা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি. এম. হিরা বাচ্চু। এ সময় আরো উপস্থিত ছিলেন সেভ লাইফ রক্তদান সংস্থা সভাপতি মোঃ জুবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ অনেকে।

বক্তারা বলেন, বর্তমান রাজশাহীর তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং ভোটের সৌন্দর্য বৃদ্ধির জন্য ২০০ কৃষ্ণচূড়ার গাছের চারা রোপণ করার এই কর্মসূচি রক্তদান ও বৃক্ষরোপণ কে সামাজিক আন্দোলন হিসেবে গোটা বাংলাদেশের ছড়িয়ে দেওয়া এটাই মূল লক্ষ্য।

সেভ লাইফ রক্তদান সংস্থা রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপণ সমাজ কল্যাণ শীতর্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ গরীব অসহায় শিশুদের শিক্ষা সামগ্রী বিনমূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ আরো অনেক সমাজকল্যাণমূলক কাজ ইতিপূর্ব থেকে করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.