পুঠিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0 ১২১

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ১৩ থেকে১৯) ২০২৪ উপলক্ষে ট্রাফিক বিষয়ক সচেতনতা কার্যক্রম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পবা হাইওয়ে পুলিশের আয়োজনে শিবপুর হাট প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু অংশগ্রহণণ করে এই প্রতিযোগিতায় শিশুরা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ ফুটিয়ে তুলে। তারা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করেন শিক্ষার্থীরা।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন পবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম, শিবপুর হাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা খাতুন, বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা, প্রতিষ্টানের সহকারী শিক্ষিকাগণ সহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.