পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ১১ মামলার আসামি মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান হাবিবকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বানেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দার পাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিন এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান হাবিবকে তার নিজ বাড়ি থেকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
বিচারাধীন ১১টি মামলার তালিকা ভুক্ত আসামী মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান হাবিব। তাকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।