পুঠিয়ার মহিলাকে আত্নহত্যার হাত থেকে রক্ষা করলো আনসার ও ভিডিপি সদস্যরা

0 ১০১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে এক মহিলাকে ট্রেনের লাইনে আত্নহত্যার হাত থেকে রক্ষা করলো আনসার ও ভিডিপি সদস্যরা।

বুধবার সকাল ৭ টার সময় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর রেল ক্রোসিং-এ এই ঘটনা ঘটে। তবে জানাযায়, স্বামী সাথে পারিবারিক কলোহের কারণে আত্নহত্যার চেষ্টা করছিলো।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শাহীনুর রহমান জানান, আজ বুধবার বিএনপি’র ডাকা অবরোধের দিনে উপজেলার বেলপুকুরিয়া রেল ক্রোসিং-এ পিসি আশরাফুল ইসলাম, আনসার হাবিবুর রহমান, ভিডিপি সদস্য মোঃ আশিক ও নাইম এই জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার কাজে কর্মরত রয়েছে।

সকাল ৭ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী বললতা ট্রেনের নিচে মাথা দিয়ে আত্নহত্যার চেষ্টা করে মোছাঃ আলিফা খাতুন (৩৫)। সে সময় আনসার ও ভিডিপি সদস্যরা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে আত্নহত্যা থেকে রক্ষা করে। পরে তার পরিবারের নিকট পৌছে দেয়। সে উপজেলার বেলপুকুরিয়া ক্ষুদ্রজামিড়া গ্রামের মোঃ শমশের মন্ডলের মেয়ে।

Leave A Reply

Your email address will not be published.